সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয় চশমিশ, অনেক বছর হয়ে গেল তোমার সাথে কোনো যোগাযোগ নেই

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

প্রিয় চশমিশ,

How are you? পত্রে এইভাবে লেখা দেখে হয়তো অনেক হেসেছ। ইংলিশ টু বাংলিশ কথাগুলো এখনো আমার কানে বাজে। তুমি হেসে হেসে ইংলিশ আর বাংলা একসাথে মিলিয়ে কথা বলে অনেক হাসাতে।

আজ অনেক বছর হয়ে গেল তোমার সাথে কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টার পরেও তোমার সাথে যোগাযোগ হয় নাই। তাই ভাবলাম চিঠি লিখি। কোনও ভাবে যদি চিঠির মাধ্যমে যোগাযোগ হয়। 

ইতি 

তোমার পিচ্চি

আরো পড়ুন : প্রিয় মিহু, কেন এ ছল?

এস/ আই. কে. জে/

চিঠি প্রিয় চশমিশ