শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরজ নামাজ শুরু হলে সুন্নত পড়া যাবে

ফরজ নামাজের পর সুন্নত পড়তে কি দেরি করতে হয়?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ফরজ নামাজ শুরু হলে সুন্নত পড়া যাবে

কিভাবে সুন্নত ও ফরজ পরবেন জানেন কি? 

প্রশ্ন : যেসব ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে, যেমন -জোহর, মাগরিব ও এশার নামাজের পর দেরি করার বিধান কী? এবং এর সীমা কতটুকু? কেউ কেউ বলেন, যেসব নামাজের পর সুন্নত আছে, সেসব নামাজের পর দেরি করা উচিত নয়।কথাটি কতটুকু যৌক্তিক ?

উত্তর : যেসব নামাজের পর সুন্নতে মুয়াক্কাদা নামাজ আছে, যেমন-জোহর, মাগরিব ও এশার নামাজের পর অনর্থক দেরি না করে তাড়াতাড়ি সুন্নত পড়ে নেওয়াই উত্তম। যদি কেউ ফরজের পর দোয়া ও জিকির করে, তার অনুমতি আছে। কিন্তু সুন্নত নামাজের পর হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া উত্তম।

ফরজ ও সুন্নতের মধ্যে দোয়া পড়তে যে পরিমাণ সময় লাগে, তার বেশি দেরি করা হানাফি মাজহাব মতে মাকরুহ। (মাজমাউল আনহুর : ১/১৩০, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/২০৯, কিফায়াতুল মুফতি : ৩/৩২২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৩০২)। 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

ফরজ নামাজ শুরু হলে সুন্নত পড়া যাবে