সদ্য প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। পাঁচ দিনেই শুধু ভারতে দেড়শো কোটির গণ্ডি পেরিয়ে গেছে সিনেমাটি।মুভির পরিচালক ছবিটির সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’ আসবেন ২০২৬ সালে।
আগামী বছরের ১৯ মার্চে অর্থাৎ ঈদে আসছে ছবিটির সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’।আবার একইদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশের প্যান ইন্ডিয়া মুভি ‘টক্সিক’।
এমতাবস্থায় ঈদে সিনেমা মুক্তি থেকে সরে দাঁড়ালেন অজয় দেবগণ।
আসন্ন ঈদে অজয়ের ‘ধামাল ৪’ মুক্তির কথা থাকলেও মুভিটি সেই তারিখে মুক্তি পাচ্ছে না
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমেডি ঘরানার ‘ধামাল ৪’ ছবিটি মুক্তি পাবে মে মাসে।
অজয় দেবগণের মতো সুপারস্টারও ‘ধুরন্ধর’-কে যেভাবে সমীহ করছেন, তা থেকেই অনুমান করা যাচ্ছে বক্স অফিসে কতটা ঝড় তুলেছে ছবিটি। কিন্তু অজয় সরে যাওয়ায় বক্স অফিসে অজয়-রণবীর-যশের লড়াইটা আর হচ্ছে না।
রণবীরের ফিল্মিগ্রাফ দেখে প্রথমটায় সিনেবিশেজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘ধুরন্ধর’ মেরেকেটে বড়জোর ২০ কোটি টাকার ব্যবসা করবে প্রথম দিন। তবে সেই ভবিষ্যদ্বাণী উড়িয়ে আদিত্য ধর পরিচালিত সিনেমা মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫২.৭৫ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’।
মুভিটি ৫ দিনে আয় করেছে বিশ্বব্যাপী ২৩৩ কোটি ৮৪ লক্ষ টাকা।
এদিকে ‘ধুরন্ধর’ এমন গগনচুম্বী সাফল্যের মুখ দেখতেই মুম্বাই থেকে আবু ধাবির উদ্দেশে উড়ে গেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। আবু ধাবির গ্যালারিতে বসে ফর্মুলা ওয়ান রেস উপভোগ করতে দেখা গেছে বলিপাড়ার তারকা দম্পতিকে।