মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে থামলো মোদীর গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় বানারসি আছেন নরেন্দ্র মোদী। রোববার (১৭ই ডিসেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকার ওই রাস্তায় ছিল রোড শো। তখনই ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স এসে পড়ে। প্রধানমন্ত্রীর গাড়িবহরের কারণে যেটি এগোতে পারছিল না। পরে অ্যাম্বুলেন্সটিকে জায়গা দিতে তার গাড়িবহর থেমে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দখা যায়। পরে ভাইরাল হয় এই ভিডিও। সেখানে দেখা গেছে, মোদীর গাড়িবহর হঠাৎই গতি কমিয়ে রাস্তার এক পাশে সরে যায়। 

আরো পড়ুন: প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে ভাষণ দিলেন মোদি 

এই ভিডিও দেখে অনেকেই মোদীর মানবিকতার প্রশংসা করেছেন। আবার অনেকে নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসে উদ্বেগ প্রকাশ করেছেন। 

নিজের লোকসভা কেন্দ্রে দুদিনের সফরে রোববারই পৌঁছান তিনি। ১৯ হাজার কোটি রুপির ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে মোদীর। 

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই. কে. জে/


অ্যাম্বুলেন্স গাড়িবহর মানবিকতা