জীবনের আলো যেন হারিয়ে ফেলেছেন তাহসান খান ও রোজা #bdnews #celebritygossip
সংসার ভাঙছে তাহসানের, বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন গায়ক
বিয়ের বছর না ঘুরতেই বিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার ঘর ভাঙার খবরটি এখন শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহবার্ষিকী উদযাপনের কিছু ছবি ও খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুখ খোলেন তাহসান।
গত জুলাই মাসের শেষ দিক থেকেই এই দম্পতি আলাদা থাকছেন বলে নিশ্চিত করেছেন তাহসান। বিবাহবার্ষিকী নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলোকে ‘ভীতিহীন ও ভুয়া’ দাবি করে তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও বিভ্রান্তি ছড়ানোর কারণে তিনি প্রকৃত সত্য তুলে ধরছেন।
কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা দীর্ঘ দিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আলাদা থাকছি। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।” বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন দক্ষ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও নিউইয়র্কে দীর্ঘ এক দশক ধরে কাজ করছেন।
এর আগে ২০০৬ সালে রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সম্পর্কের অবসান ঘটেছিল ২০১৭ সালে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে রোজার সঙ্গে নতুন জীবন শুরু করলেও বছর না ঘুরতেই সেই সম্পর্কেও ইতি টানার খবর এলো।
‘আমরা এখন একসঙ্গে থাকছি না’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান
নতুন বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়লেও, এবার সেই স্তব্ধতা ভেঙে প্রকৃত সত্য জানালেন তাহসান নিজেই। গায়ক স্পষ্ট জানিয়েছেন, তারা বর্তমানে একসঙ্গে থাকছেন না এবং বিচ্ছেদের পথে হাঁটছেন।
সম্প্রতি এই দম্পতির বিবাহবার্ষিকী উদযাপনের কিছু ভুয়া খবর ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে বিব্রত বোধ করে তাহসান জানান, “বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না। আমি কোনো অ্যানিভার্সারি উদযাপন করিনি।”
তাহসানের দেওয়া তথ্যমতে, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন। এমনকি তাদের কারো জন্মদিনেও একে অপরের পাশে ছিলেন না তারা। নিজের বর্তমান মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাহসান বলেন, “আমার মেন্টাল স্টেট (মানসিক অবস্থা) খুব একটা ভালো না। অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।”
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও যোগ করেন, “আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই বিস্তারিত জানাব।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের সংক্ষিপ্ত পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান, যা ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের পর শেষ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর রোজার সঙ্গে নতুন জীবন শুরু করলেও বছর না ঘুরতেই আবারও বিচ্ছেদের সুর বাজল এই তারকার জীবনে।
tahsan khan
roja ahmed
roza ahmed
tahsan divorce
mithila tahsan divorce
tahsan roza divorce
tahsan marriage