বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বীরের মাসিক খরচ বহন করে না বাবা শাকিব খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে প্রায়ই দেখা যায় চিত্রনায়ক শাকিব খানকে। সেই তুলনায় ছোট সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে প্রকাশ্যে দেখা মেলে না তাঁকে।

এরই মাঝে ছোট ছেলের মা শবনম বুবলী বলছেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়।’

আরো পড়ুন: ‘প্রিয়তমা’ দেখে শাকিবের মার্কিন নায়িকা এ-কি বললেন!

তাহলে কি শাকিব খান তাঁর ছোট সন্তান বীরের প্রতি দায়িত্ব পালন করছেন না, তার মাসিক খরচ বহন করেন না?

এ প্রসঙ্গে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে।’ 

বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা–ও আমি, বাবাও আমি। এর মর্ম যাঁরা বোঝার, তাঁরা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।’

এসি/ওআ




শাকিব খান!