মনসুখ মান্দাভিয়া। ফাইল ছবি
‘স্বাস্থ্যসেবা’ কেবল সরকারের একটি ক্ষেত্র নয়, বরং এটি একটি মিশন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া।
রবিবার (২০ আগস্ট) গুজরাটের গান্ধীনগরে ‘জি-২০ হেলথ ওয়ার্কিং গ্রুপ’ প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের একটি মিশন যার উদ্দেশ্য দেশের প্রতিটি নাগরিককে সর্বোচ্চমানের স্বাস্থ্যসেবা দেওয়া। আমাদের ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি এই মিশনের গুরুত্বপূর্ণ অংশীদার।”
তিনি আরো বলেন, “ভারত একটি বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে স্বীকৃত। পুরোবিশ্বে সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত ওষুধ সরবরাহে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় তিনি আরো যোগ করে বলেন, বিশ্বে প্রয়োজনীয় ভ্যাকসিনের ৬০ শতাংশ এবং জেনেরিক মেডিসিনের ২০-২২ শতাংশ রপ্তানি করে ভারত।”
সাম্প্রতিক সময়ে ভারতে স্বাস্থ্যসেবার ব্যাপারে তিনি বলেন,“সাম্প্রতিক বছরগুলিতে আমাদের স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করা যাচ্ছে। আমরা একটি মানসম্মত স্বাস্থ্যসেবা ভিত্তিক মডেলের দিকে এগিয়ে যাচ্ছি।”
এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি জি. সাদিকিন এবং নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী ড. আর্নস্ট কুইপার্সও উপস্থিত ছিলেন।
এসময় করোনা মহামারী চলাকালে ইন্দোনেশিয়াকে ফার্মাসিউটিক্যাল উপাদান এবং ওষুধ সরবরাহ করে সহযোগিতা করায় ভারতের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি জি. সাদিকিন।
তিনি বলেন, “করোনা মহামারী চলাকালে ইন্দোনেশিয়ার মানুষের জীবন বাঁচানোর জন্য আমি ভারতের সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়াকে ধন্যবাদ জানাই। আমরা সেসময় একটি বিমান ভাড়া করে ওষুধের জন্য ভারতে এসেছিলাম।”
মতবিনিময় সভায় জি-২০ ভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীরা তিনটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেন। তারা নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে সবাই যাতে সুলভমূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা পায় সে ব্যাপারে আলোচনা করেন।
এম.এস.এইচ/