রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মক্কায় ফেরদৌসকে ঘিরে সেলফি তোলার হিড়িক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক ফোরদৌস আহমেদ পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। শুক্রবার (১৫ই মার্চ) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান।

ফেসবুকে মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।

একই দিনে আরও বেশ কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, এই অভিনেতাকে ঘিরে অনেককে সেলফি তুলতে দেখা গেছে। 

ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর অনেকে প্রবাসী কমেন্টে তাকে দাওয়াত দিয়েছেন। আবার অনেকেই তার জন্য দোয়া চেয়েছেন। সেই তালিকায় আছেন অভিনেতা মিশা সওদাগর। 

আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি আরবে ফেরদৌস

মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, আল্লাহ তোমার ওমরা কবুল করুক। সঠিক সহজ করে দিক। তোমার জন্য অনেক দোয়া। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার গোটা পরিবারের জন্য আমাদের অনেক দোয়া। ভালো থেকো। ওমরাহ মোবারক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনায় সুনাম কুড়িয়েছেন।

এসকে/ 

ওমরাহ চিত্রনায়ক ফোরদৌস আহমেদ