ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসী নীতি রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তার দেশ। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন তিনি।
গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলা। বেনিয়ামিন নেতানিয়াহু এখন সরাসরি সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন।
চলতি সপ্তাহে ইসরায়েলের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল।
আরো পড়ুন: প্রেসিডেন্টকে কালো জাদু ,মালদ্বীপে নারী মন্ত্রী গ্রেফতার
এমন পরিস্থিতিতে বুধবার (২৬শে জুন) লেবাননের প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন তারা গাজা সংকটের পাশাপাশি লেবাননে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন ও সর্বাত্মক যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করেছেন।
দুই নেতার ফোনালাপ সম্পর্কে তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেইট এক এক্স বার্তায় বলেছে, ‘প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলের সংঘাত বাড়ানোর প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আঙ্কারা বৈরুতের পাশে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে কমিউনিকেশনস ডিরেক্টরেইট। বার্তায় আরও বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট এরদোয়ান এটাও তুলে ধরেছেন যে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকিস্বরূপ ইসরাইলকে সতর্ক করা আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি বিশ্বের জন্য এখনই উপযুক্ত সময়।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এইচআ/