ছবি: সংগৃহীত
প্যালেস্টাইনের গাজা উপত্যকা ও পশ্চিমতীরের বাসিন্দাদের জন্য আরও ১০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা।মার্কিন ত্রাণ ও সাহায্যবিষয়ক সংস্থা ইউএসএইড জানিয়েছে নতুন এই সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে সহায়তা করবে।
এই অর্থের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে প্রাণরক্ষাকারী সহায়তা পৌঁছানো এবং অন্যান্য লজিস্টিক কাজ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরো পড়ুন: সঙ্গীর খুঁজে কুমিরে ঠাসা খালে রেকর্ড ভাঙা সাঁতার সিংহের
উল্লেখ্য, ইউএসএইড জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৭৭৪ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
এইচআ/