মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পেটের পোড়া দাগই যেন 'অলঙ্কার'!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফ্যাশন ব়্যাম্পে ঝলমলে উপস্থিতি। জমকালো সাজের সঙ্গে চোখে পড়ল পেটের পোড়া দাগও। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ থেকে ফের নজর কাড়লেন সারা আলি খান।

মুম্বাইয়ে ফ্যাশন উইকের ব়্যাম্পে হেঁটে ফের শিরোনামে অভিনেত্রী সারা আলি। অভিনেত্রীর পেটের কালো দাগটিকে সবাই অলঙ্কার ভেবে ভুল করেছিল প্রথমে। পরে জানা গেল আসল কাহিনি।

র‌্যাম্পে সারা আলী খানের ঝলমলে ধূসর লেহেঙ্গায় ছিল মুক্তার কাজ করা। পোশাকের খাতিরেই পেট অনাবৃত রাখা ছিল অভিনেত্রীর। যার কারণে সবার স্পষ্ট নজরে পড়ে পোড়া দাগটি।

আরো পড়ুন: অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো মাহিয়া মাহির

জানা যায়, ছবির প্রচারের কাজে তুমুল ব্যস্ততার মাঝে পেটের ওপর গরম কফি পড়ে যায় তার। বড়সড় দুর্ঘটনা না হলেও অঘটন তো বটেই। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠাবোধ করেননি সারা। 

সারা আলি খানের কাছে ফ্যাশন মানে কী? প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি মনে করি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাম ও নিজে যেমন তেমন থাকা এবং আপনার পোশাক ব্যবহার করে আপনি যেমন তেমনটা প্রকাশ করতে পারা চাই। এই পোশাকে সবচেয়ে পছন্দের বিষয় ছিল আমি ইচ্ছামতো নড়াচড়া করতে পেরেছি এবং আমার নিজেকে কোথাও বাধাপ্রাপ্ত মনে হয়নি।’

এসি/ আই.কে.জে/


পোড়া দাগ অলঙ্কার'!