মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি বহু ভুল করেছি, গৌরী নীরব থেকে সামলেছে : শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তিন দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়ে ফেলেছেন বলিউডের সবচেয়ে মিষ্টি জুটি শাহরুখ খান ও গৌরী খান। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পর বদলে গেছে এই তারকা দম্পতির জীবন। বহু সাক্ষাৎকারে নিজের ভুলের কথা স্বীকার করেছেন বলিউড কিং। যে ভুলগুলোকে গৌরী দক্ষ হাতে সামাল দিয়েছেন।

গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন, যে সংসারে বাবা তার মতো, সেখানে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার- এও জানিয়েছিলেন।   

নায়কের স্ত্রী গৌরী সন্তানদের কাছে কেমন, তারও প্রশংসা করেন। যেমন শাহরুখ বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি, গৌরী এত ভালো একজন মা হয়ে উঠবে। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠল।’

আরও পড়ুন: মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন এই অভিনেতা

তবে শুধু মা হিসেবে নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন গৌরী। তাই ৩৩ বছর কাটিয়েও প্রেমে কোনও ঘাটতি হয়নি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোনো এক জায়গা থেকে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে।’

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। সে বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

এসি/ আই.কে.জে

গৌরী-শাহরুখ খান