রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য আমেরিকা গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আইপিএল চলাকালীন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মাস দুয়েক না যেতেই চিকিৎসার জন্য আমেরিকায় উড়াল দিয়েছেন কিং খান। চোখের সমস্যার কারণে দেশটিতে গেছেন তিনি। যা উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ২৯শে জুলাই চিকিৎসার জন্য মার্কিন মুল্লুকে পাড়ি দিয়েছেন কিং খান। চোখের চিকিৎসার জন্যই তাকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। তবে চোখে ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ৩৫ বছর ধরে আলাদা থেকেও স্বামীকেই ভালোবাসেন অলকা ইয়াগনিক

আম্বানির বিয়েতেও তার উপস্থিতি ছিল। এরপরই চোখে সমস্যা শুরু হয়। তবে কিং খানের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে জানানো হয়নি কিছু। তাই ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

সময়টা বেশ ব্যস্ততায় কাটছে শাহরুখের। অন্যদিকে বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

এসি/কেবি


আমেরিকা চিকিৎসা