ফাইল ছবি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার (৪ঠা মে) অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩রা এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (৪ঠা এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি।
আরও পড়ুন: যারা সরকারকে চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে : কাদের
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এসকে/ আই.কে.জে