সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার চাপ আছে, যানজট নেই : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে এবার চাপ আছে, তবে রাস্তার জন্য যানজট হয়নি।

শুক্রবার (১৪ই জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন: বাবার অসম্পূর্ণ কাজ বাস্তবায়নে রাজনীতি করবো : ডরিন

তিনি বলেন, গত কয়েক বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রা কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এবার আরও সতর্ক রয়েছি। এবার চাপ আছে, যানজট নেই।

সেতুমন্ত্রী বলেন, কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না। রাস্তার জন্য যানজট হয়নি।

তিনি আরও বলেন, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারও বৃষ্টি ছিল। 

এইচআ/ 

ওবায়দুল কাদের যানজট