ছবি: সংগৃহীত
আফগানিস্তানের কাবুলের অধিকাংশ বাসিন্দা এলাকায় সশস্ত্র বাহিনীর দ্বারা ডাকাতি বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালেবানদের প্রতি আহ্বান জানান তারা।
কাবুলের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের জানান, ইসলামিক আমিরাতের নাম ও পোশাক ব্যবহার করে সশস্ত্র বাহিনী পথচারীদের আটকে লুটতরাজ শুরু করেছে।
নুরিস্তান প্রদেশের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ওমর শিরজাদ জানান যে ইসলামিক আমিরাত বাহিনীর পোশাক পরা সশস্ত্র বাহিনি পাঁচ দিন আগে কাবুলের পিডি ৫ এলাকা থেকে তার সাঁজোয়া গাড়িটি নিয়ে যায়।
তার আত্মীয় নাজিফুল্লাহ বলেন, সশস্ত্র সৈন্যরা অস্ত্র নিয়ে জোর করে বাড়িতে ঢুকেছিল এবং গুলি চালানোর ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়ির চাবি নিয়ে যায়।
কাবুল সিকিউরিটি কমান্ড অবশ্য সশস্ত্র ডাকাতি বৃদ্ধির ব্যাপারটি অস্বীকার করেছেন এবং বলেছেন যে আগের মাসেই ৩০ জনেরও বেশি সশস্ত্র সেনাদের গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন: বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান
কাবুল সিকিউরিটি কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান জানান, প্রাক্তন গভর্নরের অভিযোগ নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, গত মাসেই ১১টি সশস্ত্র মামলার ভিত্তিতে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এম এইচ ডি/আইকেজে