মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসন সমঝোতা নিয়ে আবার আ.লীগ-জাপার বৈঠক আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির তৃতীয় দফা বৈঠকেও সমঝোতা হয়নি। শনিবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় আবারো বৈঠকে বসছে দুই দল। 

শুক্রবার (১৫ই ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় বৈঠক করে ক্ষমতাসীন দল ও তাদের সংসদীয় বিরোধী দল। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের আরো বৈঠক হবে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। শনিবার সন্ধ্যায় আমরা আবারও বৈঠকে বসব। 

আরো পড়ুন: শরিকদের ৭ আসনের বেশি দেয়া সম্ভব না, বললেন কাদের

শুক্রবারের বৈঠকে নানক ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। 

এছাড়া জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এসকে/ 

আওয়ামী লীগ বৈঠক জাতীয় পার্টি আসন সমঝোতা