মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুছ কুছ হোতা হ্যায়র ২৫ বছর পূর্তিতে কী চমকের কথা জানালেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

গুটি গুটি পায়ে ২৫ বছর হয়ে গেল শাহরুখ খান, কাজল ও রাণী অভিনীত কুছ কুছ হোতা হ্যায়। আর ছবি এবং ছবির পরিচালক করণ জোহরের এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার ১৫ অক্টোবর তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল এই ছবির। সেখানেই শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জোহরকে দেখা গেল।

যদিও এদিন কাজল আসতে পারেননি শহরে না থাকার কারণে। এই অনুষ্ঠানে এসেই শাহরুখ জানান যে এই ছবিটা তাঁদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা ছবি, সেটার বিশেষত্ব কী। একই সঙ্গে তিনি এদিন জানান যে তিনি এমন ধরনের ছবি আরও বেশি করে করতে চান।

কুছ কুছ হোতা হ্যায় ছবির স্ক্রিনিংয়ে এসে শাহরুখ খান বলেন, 'আমাদের জীবনে এই ছবিটার গুরুত্ব অনেক। ভীষণ জরুরি এটা। আপনারা হয়তো কিছুটা বোঝেন সেটা, কিন্তু পুরোটা কারণ, কুছ কুছ হোতা হ্যায়।'

আরো পড়ুন: নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের যে ভিডিও ভাইরাল

এরপর তিনি আরো বলেন যে, 'এখন জানি না যে আর লাভ স্টোরি করব কী করব না। ওগুলো এখন যুবকদের জন্য ছেড়ে দিলাম।' তিনি এই কথা বলতেই গোটা অডিয়েন্স চিৎকারে ফেটে পড়ে।

ইনস্টাগ্রামে এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করে লেখেন, 'হ্যায়, এই শেষ কথা বলেই তো উনি মন জয় করে নিলেন! উনি ওঁর বুদ্ধি দিয়ে আমাদের মুগ্ধ করে দিতে কখনই ছাড়েন না।' এদিন শাহরুখ খান একটি কালো টিশার্ট এবং ছাই রঙা জিন্স পরে এসছিলেন। সঙ্গে ছিল কালো জ্যাকেট। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ের পরনে ছিল সাদা শাড়ি এবং কালো ব্লাউজ।

এই ভিডিও পোস্ট করতেই অনেকেই তাতে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'যুবকদের দ্বারা রোম্যান্স হচ্ছে না আপনিই করুন।' আরেকজন লেখেন, 'আপনিই জওয়ান, আপনিই সবার সেরা।'

এসি/  আই.কে.জে

শাহরুখ খান কুছ কুছ হোতা হ্যায়