সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোলে তুলে দোল খাওয়ানোর চাকরিতে বেতন ২৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কম্পিউটারে ঘণ্টার পর ঘণ্টা চোখ করে চাকরি করতে অনেকেই পছন্দ করেন না। চান ভিন্নরকম চাকরি করতে। তাদের জন্য আছে সুখবর। মোটা অংকের টাকা, নানা ধরনের সুযোগ সুবিধাসহ এ চাকরিটি করতে পারেন আপনিও।

এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন ভিন্নরকম কাজ?  তাহলে চলুন জেনে নেই।

চীন তাদের বিভিন্ন পান্ডা ফার্মে ফান্ডা দেখাশোনা করার জন্য ‌‍‌‘ন্যানি’ নিয়োগ দিচ্ছে। এদের কাজ হবে পান্ডাদের সারাদিন কোলে নিয়ে দোল খাওয়ানো।

এখানেই শেষ নয়। সঠিক সময় দিতে হবে খাওয়া দাওয়া। অর্থাৎ মেজাজ বুঝে তাদের পান্ডাদের সেবা যত্ন করতে হবে। আর এ কাজের জন্য থাকছে বছরে ২৬ লাখ টাকা বেতন।

অপার ধৈর্য, দায়িত্ববোধ এবং এই ধরনের কাজে পূর্ব অভিজ্ঞতা ছাড়াও পশু চিকিৎসায় বিশেষ ডিগ্রি থাকলে এই কাজে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। 

আশ্চর্যজনক ভাবে প্রতি বছর এই কাজের জন্য শতাধিক আবেদনপত্র জমা পড়ে। তাই পান্ডা ‘ন্যানি’র পদকে ছেলেখেলা ভাবার কোনও কারণই নেই।

এসি/ আই. কে. জে/

দোল বেতন