ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
বিমা খাতের চমকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ফলে দরপতনের এক দিন পর সপ্তাহের চতুর্থ কর্মদিবসে বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে আগের দিন মঙ্গলবার দরপতন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির। বিমা খাতের পাশাপাশি সূচক বৃদ্ধিতে খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাতের শেয়ার অবদান রেখেছে।
ডিএসইর তথ্যমতে, বুধবার বাজারে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ১৫৬ কোম্পানির শেয়ার। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ্ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।
এদিন ৩০৩ প্রতিষ্ঠানের ৯ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
গত কয়েক কার্যদিবসের মতো লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ২৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ টাকার। ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আরডি ফুড, এসকে ট্রিমস এবং সোনালি পেপার। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল রূপালী লাইফ, এমারেল্ড অয়েল, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আরডি ফুড, এসকে ট্রিমস এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৪ পয়েন্টে। সিএসইতে ১৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।
দিন শেষে সিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪০৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ২৯ টাকার শেয়ার ও ইউনিটের।
এসকে/