মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-রোনালদো নয়, সানি লিওনের মন জিতেছে অন্য কেউ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, বলিউড অভিনেত্রী সানি লিওনের পছন্দের ফুটবলার কে? সম্প্রতি ইনস্টাগ্রামে এমনইিএক প্রশ্ন করা হলে লাস্যময়ী সানি সরাসরি মেসি এবং রোনালদোকে নাকচ করে দিয়ে নাম নিলেন তৃতীয় আরেকজনের। অভিনেত্রী সহজ উত্তর দিয়ে জানিয়ে দিলেন তার পছন্দের ফুটবলার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। 

জি নিউজ বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা, স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই সানি লিউনের খুব পছন্দের ফুটবলার সুনীল। 

এদিকে সানি লিওনের সে উত্তর শুনে সোশ্যাল মিডিয়ায় তাকে কুর্নিশ না জানিয়ে পারেননি ভক্তরা। এক ভক্ত লিখেছেন, সানি লিওনির এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।

আরো পড়ুন: মা রুনা লায়লার সুরে গান গাইলেন মেয়ে তানি লায়লা

এদিকে ৩৮ বছরেও দারুণ ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গোল করছেন নিয়ম করে। ইন্টারকন্টিনেটল কাপ জেতার পর, পাকিস্তানের বিরুদ্ধে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। 

এম/ আইকেজে 


সানি লিওনে সুনীল ছেত্রী