বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড

রণবীরের ছবি আঁকা জ্যাকেটে হাজির হয়ে চমকে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

রণবীরের ছবি আঁকা জ্যাকেটে দীপিকা পাডুকোন - ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা  অনেকদিন ধরেই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি মু্ক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে তার দু'দিন আগে থেকেই সিনেমার প্রিমিয়ারে দীপিকা পাডুকোনকে সঙ্গে নিয়েই সিনেমা দেখতে হাজির ছিলেন রণবীর সিং।  ঠোঁটে হাসি, পরনে রণবীরের ছবি দেওয়া জ্যাকেটে ফুরফুরে মেজাজে অনেক দিন পর দেখা গেলো বলিউডের প্রিয় জুটিকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই সময় দীপিকাকে রণবীরের ছবির প্রচার করতে দেখা যায় অন্যভাবে। রণবীরের ছবি ছাপা জ্যাকেট পড়ে ক্যামেরার সামনে আসেন দীপিকা। 


রণবীর সিং ও দীপিকা পাডুকোন - ছবি: সংগৃহীত

দীপিকার জ্যাকেটের প্রিন্টটি রণবীর সিংয়ের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর ঝলক। অভিনেত্রীর পরনে এই কাস্টমাইজড জ্যাকেটটি নেটিজেনরা খুব পছন্দ করেছেন ।

এদিকে পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প নিয়ে নির্মিত রণবীর সিং, আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি শুক্রবার বক্স অফিসে দু-দিনেই ২৭.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

আরো পড়ুন:‘খবরটি সত্য নয়, আমি মা হচ্ছি না: মাহিয়া মাহি

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘আয় দিল হ্যায় মুশকিল’। এরপর আর ফিচার ফিল্ম পরিচালনা করেননি করণ জোহর, এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছরের বিরতির পর বক্স অফিসে কামব্যাক করেছেন করণ।

এম/


দীপিকা পাডুকোন রণবীর রকি অউর রানি কি প্রেম কাহানি