ফাইল ছবি (সংগৃহীত)
হরতাল-অবরোধের মধ্যে ট্রেনে নাশকতা ঠেকাতে আগামী কয়েকদিনের মধ্যে ২৭০০ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হওয়ার পর এ পদক্ষেপের কথা জানালেন তিনি। এছাড়া ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনায় রেলমন্ত্রী বলেন, প্রতিদিন সারাদেশ তিনশ ট্রেন চলাচল করে। রেলযাত্রা নিরাপদ করতে সবার সহযোগিতা প্রয়োজন।
নিরাপত্তা দিতে মন্ত্রণালয়ের উদ্যোগ জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত ২৭০০ আনসার সদস্য চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে এই জনবল পেয়ে যাব।
রেলমন্ত্রী বলেন, আগে বাসে ট্রাকে আগুন দিত। এখন সেগুলো কিছুটা কমেছে। এখন রেলকেই আক্রমণের লক্ষ্য বানানো হয়েছে।
তবে এসবের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, রেলের বর্তমান জনবল দিয়ে এই ধরনের নাশকতা প্রতিরোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে মন্ত্রী সারাদেশে রেলের নাশকতার সাম্প্রতিক ঘটনা নিয়েও আলোচনা করেন।
রেলওয়েতে এসব নাশকতার জন্য রাজনৈতিক কর্মসূচিই দায়ী বলে দাবি করেন মন্ত্রী। কারণ রাজনৈতিক কর্মসূচি ও ধর্মঘটের সময়েই এসব নাশকতার ঘটনাগুলো ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
ওআ/