রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

#Jugbani #bdnews #bangladesh #saintmartin

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘাটে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ আগুন ধরে যায়।


এসময় যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া খবরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নির্বাপণের কাজ চলছিল।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি একটি কক্ষে অবস্থান করছিলেন। আর কেউ নিখোঁজ আছেন কি না তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আজ ওই জাহাজে করে ১৯৪ জন পর্যটকের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল।

সৌভাগ্যক্রমে তারা কেউ জাহাজে উঠেননি, সবাই ঘাটে অপেক্ষায় ছিলেন। পরে ধারণক্ষমতা অনুযায়ী কিছু যাত্রীকে অন্য জাহাজে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাত্রা করবেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও যাত্রী নিজামী উদ্দিন বলেন, ‘ভাগ্য ভালো যে জাহাজে ওঠা হয়নি। নিজের চোখে আগুন জ্বলতে দেখা খুবই ভয়াবহ অভিজ্ঞতা।

আল্লাহ আমাদের রক্ষা করেছেন।’

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে— তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়। পরিবেশ ও নিরাপত্তা বিবেচনায় ১২টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক পরিবহনের জন্য ৬টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।

সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্যা আটলান্টিক ক্রুজ