সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়কদের ছাড়িয়ে আনতে ডিবিতে যাচ্ছেন বিশিষ্ট নাগরিকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় তুলে নেওয়া ছয় সমন্বয়ককে ছাড়িয়ে আনতে ডিবি কার্যালয়ে যাবেন দেশের বিশিষ্ট নাগরিকরা। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ বৃহষ্পতিবার দুপুরে তারা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যাবেন।

আরও পড়ুন: শুরু হলো শোকের মাস আগস্ট

এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাদের ছাড়া হয়নি। আজ দুপুর আড়াইটায় আমরা ডিবি কার্যালয়ে যাব। আমরা জানতে চাইব কেন তাদের আটকে রাখা হয়েছে।

এর আগে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিঃশর্ত মুক্তি দিতে গতকাল ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকরা। 

এসি/ আই.কে.জে/

ডিবি সমন্বয়ক