রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সচিবালয়ের সামনে গতকাল মঙ্গলবার (৭ই জানুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ই জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বিকেলে রাজধানীতে সচিবালয় গেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল দুপুর ২টার দিকে প্রাইম এশিয়ার শতাধিক শিক্ষার্থী দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শিক্ষা ভবনের রাস্তা হয়ে সচিবালয়ের সামনে গিয়ে দাবি-দাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান। ওই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ওআ/কেবি

সচিবালয়