সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদারীপুরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের চার হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮শে আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

আরও পড়ুন: পদ্মার পানি ক্রমেই কমছে রাজবাড়ীতে

কালিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতর। এ সময় কৃষ্ণ ঘোষ মিষ্টি ভাণ্ডার, ফরাজী স্টোর, নাইম স্টোর এবং সুজাত এন্টারপ্রাইজে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় পৃথকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, আমাদের এই অভিযান চলবে।

এসি/কেবি

জরিমানা মূল্য তালিকা