রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড়শিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল, বিক্রি অর্ধলক্ষ টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৫০ হাজার ৪০০ টাকায়।

শনিবার (১১ই জানুয়ারি) ভোরে দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটার চর এলাকায় জেলে মিরাজ শেখের বড়শিতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার আড়তে বিক্রির জন্য আনা হয়। এ সময় উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন: আদালতের নথির বস্তা মিললো ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক

চান্দু মোল্লা জানান, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়ৎ ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

এসি/কেবি

বোয়াল