রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলকপির ঝাল পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই শীতের বিকেল বেলা ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করেন। তাই এসময়ে আপনি চাইলে ঘরেই তৈরি করে খেতে পারেন ফুলকপির ঝাল পাকোড়া। রইলো রেসিপি-

উপকরণ

১টি মাঝারি আকারের ফুলকপি টুকরো করে নিন

আদা-রসুন বাটা আধা চা-চামচ

গরমমসলা গুঁড়া আধা চা-চামচ

চিলি পেস্ট ১ চা-চামচ

অল্প ধনেপাতা কুচি

অল্প কারিপাতা কুচি

ময়দা ৩ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার ৪ চা-চামচ

গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

আরো পড়ুন : ছুটির দিনে গরম ভাতে পাতে রাখুন চিংড়ির রোস্ট

পানি পরিমাণমতো

কাঁচামরিচ ৩-৪টি

তন্দুরি মসলা আধা চা-চামচ

তেল ও লবণ পরিমাণমতো

প্রণালি

টুকরা করা ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে সব উপকরণ মিশিয়ে পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ফুলকপি মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে রাখুন। কিছুক্ষণ পরে আস্ত কাঁচামরিচ, কারিপাতা দিয়ে আবার ভাজতে হবে।

এস/ আই.কে.জে/    

ঝাল পাকোড়া