বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাময়িক বরখাস্ত পিটার হাসকে হুমকি দেওয়া চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাময়িক বরখাস্ত হলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আরো পড়ুন: ক্যান্সার চিকিৎসায় বিশেষ ট্যাবলেট, দাম মাত্র ১০০ রুপি

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মান্যবর মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি প্রদান করে অসদাচরণের অপরাধ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চট্টগ্রাম ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। 

এইচআ/ 

পিটার হাস হত্যার হুমকি বরখাস্ত চেয়ারম্যান