মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। থানা থেকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র-গোলাবারুদ যারা এখনও জমা দেয়নি এই অভিযান পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে গণমাধ্যমে আসা খবরে জানা গেছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, বৈধ কিন্তু জমা দেওয়া হয়নি- এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গণ-আন্দোলনে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছে  এসব সহ  অস্ত্র মামলার আসামিদের ধরা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিলাসবহুল গাড়িটি ফেলে গেলো কে?

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র‌্যাব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্র্রে জানা গেছে, অস্ত্র জমা দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) ছিল জমা দেওয়ার শেষ দিন।

এসি/কেবি

অস্ত্র উদ্ধার যৌথ বাহিনী