মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ২০ হাজার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাত দিনে ১৯ হাজার ৯৬২টি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ২২শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানকালে এক সপ্তাহে ৯ হাজার ৩০১টি রিকশার বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন ও ৪ হাজার ১৫৯টি রিকশার সিট জব্দ করা হয়। একই সময়ে ৬৬০টি ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং, ৩টি রিকশার ব্যাটারি জব্দ এবং ৫ হাজার ৮৩৯টি রিকশার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওবায়দুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ওআ/কেবি

ডিএমপি