মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার ঢাকায় আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন। ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও যুক্তরাজ্যের বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ড. শায়েখ হাসান ১৭ই জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজে ইমামতি করবেন। এর পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করবেন।

জানা গেছে, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে এবং মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।

ওআ/আই.কে.জে



































ওআ/


কাবা