সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাকার জন্য মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদকের টাকা না পাওয়ায় নিজের মা আনোয়ারা বেগম মেরীকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হোসাইন মোহাম্মদ আবিদের (২৮) নামে। মাকে খুনের পর পুলিশের হাতে ধরাও দিয়েছেন তিনি।

কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম বড়ুয়া পাড়ায় শুক্রবার (২২শে নভেম্বর) দিবাগত রাতে এ নির্মম ঘটনা ঘটে। হোসাইন মোহাম্মদ আবিদ ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে।

স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ গত রাতে মাকে নৃশংসভাবে হত্যা করেন। হত্যকাণ্ডের সময় একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার মা ছাড়া আর কেউ ছিলেন না ঘরে।

তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায় রয়েছেন। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাইরে থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

ওআ/কেবি


আত্মসমর্পণ