ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ই মার্চ) সকালে রহনপুর কলেজ মোড় এলাকায় ব্যবসায়ী মো. আবুল কালামকে এ জরিমানা করা হয়। আবুল কালাম উপজেলার পুরাতন প্রসাদপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে।
আরো পড়ুন : ১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন ৬০ জন
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সকালে জানতে পারি প্রাণিসম্পদ কর্মকর্তাদের অনুমতি না নিয়ে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।
এস/ আই. কে. জে/