সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পানিবন্দি অসুস্থ অন্তঃসত্ত্বা তিন নারীকে উদ্ধার করলো র‌্যাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফেনীতে পানিবন্দি থাকা অন্তঃসত্ত্বা তিন অসুস্থ নারীকে উদ্ধার করেছে র‍্যাব। হেলিকপ্টারের মাধ্যমে র‌্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

শনিবার (২৪শে আগস্ট) সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে  জানানো হয়।

র‌্যাব জানায়, তারা হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ফুলগাজী থানার গাবতলার সীমান্তবর্তী এলাকা থেকে পানিবন্দি তিন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে। পরে তাদের কুমিল্লা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা এখন সুস্থ আছেন। 

এছাড়াও বন্যার্তদের সহায়তায় র‍্যাবের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

ওআ/কেবি

র‌্যাব