রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজকের দিনটি পাখিপ্রেমীদের জন্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আজ রোববার পাখি দিবস। সরকারিভাবে স্বীকৃত না হলেও প্রতি বছর ৫ই জানুয়ারি ব্যক্তি বা বিভিন্ন সংগঠন পর্যায়ে জাতীয় পাখি দিবস পালন করা হয়। মূলত ২০০২ সাল থেকে আমেরিকা ৫ই জানুয়ারি জাতীয় পাখি দিবস হিসেবে পালন করে। সেই অনুপ্রেরণা থেকে বাংলাদেশেও কোনো সংস্থা বা ব্যক্তি উদ্যোগে ৫ই জানুয়ারি পাখি দিবস পালন করে থাকে।

দিনটি প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূলত পাখি নিয়ে সচেতনতা বাড়াতেই এই দিনটি উদযাপন করা হয়। বর্তমানে বিশ্বের ২০ শতাংশেরও বেশি পাখি অস্তিত্ব সংকটে রয়েছে। সংখ্যার নিরিখে যা প্রায় ২০ হাজার প্রজাতির সমান। কিন্তু বাংলাদেশে পাখি নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জরিপ নেই। পাখি গবেষকরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে যেসব গবেষণার কাজ করেছে, ওইসব কাজের তথ্য নিয়েই পরবর্তী সময়ে নানা ফোরামে আলোচনা করা হয়।

গবেষকদের দাবি, বাংলাদেশ থেকে পাখি হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। উন্নয়নকাজের আগে পরিবেশগত জরিপে পর্যাপ্ত বরাদ্দ রাখাসহ পরিবেশ জরিপে এই খাতের বিশেষজ্ঞদের রাখার কথা বলেন তারা। না হলে আগামীতে অনেক উপকারী পাখি হারিয়ে যাবে।

বিশেষজ্ঞরা গণমাধ্যমকে বলেন, জলজ পাখির পাশাপাশি কমছে শহর ও গ্রামের বনাঞ্চলের নানা জাতের পাখি। অব্যাহত উন্নয়নের ফলে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া এবং কৃষিকাজে রাসায়নিক ও বিষ ব্যবহারের ফলে দিন দিন কমে যাচ্ছে পাখি। গত ১০ বছরে রাজধানীতে উপকারী পাখি কাকের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। এ ছাড়া পাখির অভয়াশ্রম বলে খ্যাত টাঙ্গুয়ার হাওরে গত ২২ বছরে ৫৯ শতাংশ পাখি কমে গেছে।

তারা আরও জানান, ৩০ বছর আগে যেখানে একটি হাওর এলাকায় ৬ লাখ পাখি পাওয়া গিয়েছিল, সেখানে এখন কম-বেশি এক লাখ পাখি পাওয়া যায়। অনেক জলাশয়ে যেখানে একসময় লক্ষাধিক পাখি দেখা যেত, এখন সেখানে মাত্র ৪০-৫০টি পাখি পাওয়া যাচ্ছে।

ওআ/কেবি

পাখি