মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২১শে নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১শে নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে ওইদিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলোতে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

শনিবার (১৬ই নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: নবান্ন উৎসবের আয়োজনে মুখরিত চারুকলা

এতে বলা হয়, এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড) পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে যান চলাচল সীমিত রাখা হবে।

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

এসি/ আই.কে.জে/


ঢাকা সেনানিবাস