ফাইল ছবি (সংগৃহীত)
প্রতি বছর দুর্গাপূজায় ছুটি একদিন হলেও এবার তা বাড়িয়ে দুই দিন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বৃহস্পতিবার (১০ই অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (৮ই অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
দুর্গাপূজায় দুই দিন ছুটি ঘোষণা করলেও সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন মোট চার দিন। মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বাড়তি সুবিধা ভোগ করবেন সরকারি চাকুরেরা।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম গণমাধ্যমকে জানান, আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ই অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে।
ওআ/কেবি