মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই বিভিন্ন কাজের বাহানায় রাত জাগেন। অনেকে নিজেকে সময় দেন রাতেই। কিন্তু রাত জাগার ফলে কিছু শারীরিক ব্যধি আপনাকে কাবু করে ফেলবে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, রাতে না ঘুমালে শারীরিক কিছু সংকট বাড়তে শুরু করে। চলুন জেনে নিযা যা হতে পারে-

উচ্চ রক্তচাপ

রাতে না ঘুমালে স্ট্রেস হরমোন নির্গত হয়। আর স্ট্রেস হরমোন নির্গত হলে রক্তচাপও বাড়তে শুরু করে। সেটা সামনে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। 

হৃদরোগ

নিয়মিত না ঘুমালে রক্তচাপ বাড়বে। তখন হৃদরোগের সমস্যাও বাড়ে।

আরো পড়ুন : যে কারণে স্বাস্থ্যকর খাবারও বেশি খাওয়া ভালো নয়!

ত্বকের সমস্যা

স্ট্রেস হরমোন নির্গত হলে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে। স্কিন কেয়ার দিলেও পর্যাপ্ত উপকার মেলে না। 

ওজন বাড়ে

২০১৪ সালে এক গবেষণায় দেখা গেছে, রাতে ৬-৭ ঘণ্টা না ঘুমালে ৩০ শতাংশ মানুষের ওজন বাড়ার শঙ্কা থাকে।

সূত্র: হেলথইন 

এস/  আই. কে. জে/

ঘুম রাত