মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের আকাশে অদ্ভুত রঙের খেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

দেশের আকাশে অদ্ভুত রঙের খেলা। ছবি: সংগৃহীত

সন্ধ্যার আকাশে দিনের বিদায়ী সূর্য তার ছাপ রেখে যায়। বিভিন্ন সময় মেঘের সঙ্গে সূর্যের রং মিশে অদ্ভুত সব আলো-আঁধারির রঙিন খেলা দেখায়। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার আকাশেও তেমন রঙিন আলো-আঁধারির খেলা দেখা গেছে। লাল রঙের পশ্চিম আকাশের ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ঢাকাবাসী এমন রঙিন আকাশের কারণ জানতে চেয়েছেন। অনেকে আবার সেই সব ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। 

পশ্চিম আকাশে এমন গাঢ় লালের রঙয়ের আলো-আঁধারির কারণ সর্ম্পকে এক আবহাওয়াবিদ জানান, পুরো ঘটনাটা ঘটে আলোর বিক্ষেপণের জন্য। যখন কোনও আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণার ওপর পড়ে, তখন কণিকাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে বলা হয় আলোর বিক্ষেপণ। 

আলোর এই বিক্ষেপণের কারণেই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো সৃষ্টি হয়। আর এ কারণেই বিভিন্ন রঙের উদ্ভব ঘটে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে তা সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে তা সবচেয়ে কম বিক্ষেপিত হয়।

ওআ/

আকাশ