সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয় ‘পঁচা মানুষ’, আপনার অপেক্ষায় রইলাম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

প্রিয় ‘পঁচা মানুষ’,

আপনাকে দেওয়া এই নামটা আমার পছন্দের। নিতান্তই ভালো মানুষগুলোকে নিজের পছন্দসই নাম দেওয়া যায় বলেই মানুষগুলো নিজের। 

আমার ক্যাম্পাসে আসতে আপনার অযুহাতের শেষ নেই। খুলনা টু ঢাকা খুব দূরত্ব? দূর হলেও বা কি? অন্ধকার আছে বলেই তো আলো এত সুন্দর। দূরত্ব আছে বলেই দীর্ঘ জার্নির বন্ধুর পথ মসৃণ হবে আমাদের সাক্ষাতে। আসলে বিরিয়ানি খাওয়াবো সত্যি, আর চা-ও। ভোজনরসিক মানুষ বলে কথা।

অপেক্ষায় রইলাম, তবে এখন আর অপেক্ষার প্রশ্ন আসবে না। কারণ আমাদের নিয়তি আমাদের রাস্তা পৃথক করে দিয়েছে। তবুও ভালো থাকেন।

——ইতি

আপনার শুভাকাঙ্ক্ষী

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় 

আরও পড়ুন : প্রিয় নীল শাড়িতে, নীল চুড়িতে, নীলাঞ্জনা হয়ে তুমি এসো

এস/ আই. কে. জে/


বিরিয়ানি পঁচা মানুষ খুলনা টু ঢাকা