মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি: বিচারপতি ইনায়েতুর রহিম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রোববার (১৬অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বিজেএসসির সাবেক চেয়ারম্যান ও তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর পদটি শূন্য হয়।

বিজেএসসি প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নিম্ন আদালতের বিচারক পদের জন্য প্রার্থী নির্বাচন করার দায়িত্ব পালন করে।    

একে/

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন জুডিশিয়াল সার্ভিস কমিশন বিচারপতি ইনায়েতুর রহিম চেয়ারম্যান