বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষ ফুটবল দলও যাচ্ছে এশিয়ান গেমসে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ফাইল ছবি

আগামী এশিয়ান গেমসে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা বলেছেন।

উল্লেখ্য, বিওএর নির্বাহী কমিটির গত সভায় নারী ফুটবল দলকে এশিয়ান গেমসে প্রেরণের সিদ্ধান্ত হলেও ছেলেদের না পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল।

তারপর এ নিয়ে তীব্র সমালোচন মুখে পড়ে বিওএ। বাফুফে নারী দলের পাশাপাশি পুরুষ দল পাঠানোর জন্য বিওএকে অনুরোধ করে চিঠি দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিওএ থেকে বলা হয়েছিল তাদের পরবর্তী নির্বাহী কমিটির সভায় পুরুষ ফুটবল দল নিয়ে সিদ্ধান্ত হবে।

আরো পড়ুন: প্রত্যাবর্তনের গল্প কি লিখতে পারবে এসি মিলান?

আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সৈয়দ শাহেদ রেজা বলেন, পুরুষ ও নারী দুটো ফুটবল দলকেই তারা এশিয়ান গেমসে পাঠাবেন।

পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এম/

 

ফুটবল এশিয়ান গেমস