আনচেলত্তিকে নিয়ে বড় সুখবর দিল ব্রাজিল
ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত হতে পারে।
বর্তমান চুক্তি অনুযায়ী ইতালিয়ান কোচ আনচেলত্তি বছরে প্রায় ১ কোটি ইউরো বেতন পান, যা তাকে জাতীয় দলগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত কোচে পরিণত করেছে। পাশাপাশি, ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে তিনি অতিরিক্ত ৫০ লাখ ইউরো বোনাসও পাবেন।
সিবিএফ মনে করছে, আনচেলত্তির অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং বিজয়ী মানসিকতা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তাকে আরো কয়েক বছর জাতীয় দলের দায়িত্বে রাখতে আগ্রহী সংস্থাটি।
৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। তার অধীনে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়।
২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড।