শ্রীলঙ্কার জয় লাভে কপাল খুললো বাংলাদেশ
শ্রীলঙ্কার জয় লাভে কপাল খুললো বাংলাদেশ বাংলাদেশ। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটের জয় পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের পথটা প্রশস্তই করে রেখেছিলেন বাংলাদেশের যুবারা। অপেক্ষা ছিল শ্রীলঙ্কার জয়।
লঙ্কানরা জিতলে একসঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করবে দুই দল। আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে।
নেপালকে ৭ উইকেটে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উঠেছিল বাংলাদেশ। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দলের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
আফগানিস্তানকে ২ উইকেটে হারানোয় শ্রীলঙ্কার পয়েন্টও এখন সমান ৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তারাই শীর্ষে এখন। বাংলাদেশের ১.৫৫৮ নেট রানরেটের বিপরীতে শ্রীলঙ্কার ১.৮৪৮।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কাকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান।
বিরান চামুদিথা (৬২) ও চাম্মিকা হেনাতিগালার (৫১*) ফিফটিতে জয় পায় শ্রীলঙ্কা। শেষ দিকে অবশ্য ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে। কেননা শেষ ৬ বলে ৮ রান প্রয়োজন ছিল লঙ্কানদের। বিপরীতে ২ উইকেট দরকার ছিল আফগানিস্তানের। তবে আব্দুল আজিজের করা প্রথম দুই বলে ৬ ও ৪ হাঁকিয়ে ম্যাচ শেষ করেন চাম্মিকা।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নূরিস্তানি ওমরজাই।
এর আগে ওসমান সাদাতের ফিফটিতে ২৩৫ রানের সংগ্রহ পায় আফগানরা। ওপেনারের ৫২ রানের বিপরীতে অবশ্য দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন ফয়সাল শিনোজাদা (৩৯) ও আজিজুল মিয়াখিল (৩১)। তবে দল হারায় কারো রানই আর কাজে আসেনি। উল্টো নেপালের সঙ্গে তাদেরও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সেথমিকা সেনেভিরাত্নে ও দুলনিত সিগেরা।