রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাফজয়ী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দিলো ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফজয়ী বাঘিনীদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের মেয়েরা যখন ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে পৌঁছায় তখন তাদের হাতে উইনিং বোনাস হিসেবে কোটি টাকার এ চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ১ কোটি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নেপালের মাটিতে স্বাগতিকদের পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গতকাল বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারও তারা এই নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল।

দেশে ফিরে আসার পর সাফজয়ী নারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।

ওআ/কেবি

সাফ চ্যাম্পিয়ন