১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার
বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হার দিয়ে উইন্ডিস খেলার শুরু থেকেই যেন চেপে ধরেছিলেন বাংলাদেশি বোলাররা প্রথম ৬ ওভারে রান আসে ৩৫ রান কিং এবং আতানাজে খেলেছেন নিজ ছন্দে।এরপর যেন আরো চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। তবে শেষটা মোটেও ভালো যায়নি পাউয়েল আর হোপ যেন বোলারদের নাজেহাল করে ছাড়লেন। চট্টগ্রামে ১৬ রানে হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।
দলীয় ৭৭ রানে যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।হৃদয় ও শামিমকে নিয়েও তেমন ফল পায়নি দলটি।
তবে নাসুমের ২০ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তানজিম সাকিব আউট হতেই ম্যাচও শেষ হয়। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) ছোট দুটি ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার।
এর আগে শেষ দিকে ঝড় তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলও। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা।